ওই শালা ভেড়ার বাছুর, ওরা আর তোরা কি এক?
ওরা হলো বাঘের বাচ্চা আর তোরা হলি সাধারণ!
ওদের পিছে ঘুরে মরিস, তার কিই বা আছে কারণ!
ওরা বেপরোয়া বাইক চালায়, বাহারি হরেন বাজায়
তোরা উপোস থাকিস, ওরা আর তোরা কি এক?


ওরা বড় বড় রেষ্টুরেন্টে যায়, মাল খায়, শিসা খায়
তোরা ডাষ্টবিন ঘেঁটে-ঘুঁটে--- কুকুররাও ভাগ চায়!
জানিস, ওদের পূর্ব পুরুষরাই তোদের পূর্ব পুরুষ ছিল!
তুই যখন প্রথম চিৎকার দিয়েছিলি তখনই ওদের চাপে
তোকে এই ডাষ্টবিনে ফেলে দিয়ে ফাইভষ্টারে গিয়েছিল!
অথচ, আজ তোরাই ----!ওরা আর তোরা কি এক?


আরে তুই হুজ্জত আলী না? তোর দাদা-টাদারা তো
যুদ্ধ-টুদ্ধ করে কেউ মরেছিল কেউ এখন ভিক্ষা করে,
কেউ বা রিক্সা-টিক্সা চালিয়ে কোন রকমে বেঁচে আছে!
আর ওদের পূর্ব পুরুষ ভুরভুরে মালঞ্চি পালিয়েছিলো-
পরে মালিশের কাজ করেছে, ওরা আর তোরা কি এক?


শুনেছি তুই কানা বগার চ্যালা, ওতো লুটেরার বংশধর!
দস্যুদের লেঠেল ছিল দাদা! লুটপাট করে পালিয়েছিল!
পরে গাড়া মাল বাতাসে ছেড়ে নেশা ধরিয়ে দিয়েছিল!
ওদের গুষ্ঠিই তো ক্ষমতার ছত্রছায়ায় নেতা হয়ে যায়!
ওদেরই বংশধর তোর বস! ওরা আর তোরা কি এক?


ডাক দিলে হৈ হৈ করে ছুটে যাস! ওদের কিই বা ছিল!
ভাঙ্গনের শিকার হয়ে কোন রকমে হাঁচড়ে-হুঁচড়ে উঠে
জানে বেঁচেছিল, এখন গুলশানে বাড়ি, মার্সিটিজ গাড়ি!
আবার বলবি উস্কে দিলাম! উস্কে-টুস্কে দিয়ে লাভ কি?
আক্ষেপ হয় তোদের জন্য, ওরা আর তোরা কি এক?