ওই যে আকাশের নীচে তেপান্তরের খোলা মাঠ,
অবলা পশুর চারণভূমিতে ওরা মুক্ত-স্বাধীন;
তাই বলে কি ওরা ইচ্ছের দাস?
ওরা কি নিয়মের বাইরেও খোঁজে তৃষ্ণার আগুন?
ওরাও মাতৃত্বের স্বাদ চায়;
তবু জৈবিক ক্ষুধা ওদের বেহিসেবী করে না,
সন্তান লালন করে নির্মোহ আবেগে,
ওদের মাঝে এই শৃঙ্খলার বোধ কেন?
শুধু কি ভাষাহীন অবলা বলে?
আর আমরা জ্ঞানী!
তাই কি অনিয়ম আমাদের শ্রেষ্ঠত্বের অহম?