এই কি আমার সেই সোনার বাংলাদেশ!
যেখানে ইজ্জত-আব্রু, জীবন নয় নিরাপদ!
ঘুম থেকে উঠে পত্রিকা মেলে ধরলে
চোখ দু’টো ভিজে আসে অশ্রুতে!


আজো হয়নি তার কোন হেরফের!
নার্সারির শিশু হয়েছে ধর্ষণের শিকার!
নরম দেহ, তুলতুলে গাল হয়েছে অসাড়!
ভাবতে কষ্ট হয়, মৃত্যু কত ভয়ঙ্কর!


বড়াই করি বীরের পরিচয়ে আদর্শের;
হুঙ্কারে-গর্জনে যে দেশে বাহবা কুড়াই-
সেখানে নিয়ত হয় স্বপ্নের পরাজয়!
রুখিতে ব্যর্থ হই চেতনার অবক্ষয়!


যেখানে বিচারের বাণী কাঁদে নিভৃতে;
সেখানে অরক্ষিত আমরা সবাই!
তাইতো বিচার চাই বিধাতার কাছে,
যার বিধান ছাড়া কারো মুক্তি নাই।