শহীদের খুনে ধরেছে ঘুন! কে করে আর্তনাদ?
মুক্ত স্বদেশে বিকৃত ভাষা তবু নেই প্রতিবাদ!
বহু দিনের জমানো প্রশ্ন! জবাব মিলেনি আজো
সত্য বাঁচাতে নব উদ্যোমে নতুন প্রজন্ম সাজো।


বর্ণমালারা ফিরে যেতে চায় ভাষা শহীদের কাছে
কার মস্তকে শোভা পায় তাজ, কার বধূ মঞ্চে নাচে?
অভিজাত বলে দাবী করে ওরা হয়ে গেলো বাংলিশ!
জাতি চায় তাই, আবার আসুক তমদ্দুন মজলিশ।


ভাষা সৈনিক ডেকে ডেকে বলে শহীদ মিনার থেকে
দামাল ছেলেরা ইতিহাস হলো, খুন দিল কত বাঁকে,
অথচ ভাষাকে লজ্জিত করে কি এমন সুখ পাও?
রক্তের ঋণ শোধ না করে আমাদের সাজা দাও!


শহীদ মিনার কলুষিত করে কারা ওরা চাপাবাজ!
তাদের বুকে বেদীমূল গড়ে কারা করিতেছে রাজ?
নষ্ট মানুষ রঙ্গমঞ্চ সাজিয়ে বলে বিকৃত ইতিহাস
শহীদের কায়া বানিয়েছে শেষে নিরীশ্বরের লাশ!


স্বদেশের কথা বাংলায় বল, স্বজনেরা যেন বোঝে
কচি-কাঁচা আজ বাবা-মাকে কেন ভিন্ন ভাষায় খোঁজে?  
রফিকের মাতা, স্বজনেরা কাঁদে; কাঁদে দেখো বরকত,
স্ব-গোত্র কাঁদে ফাল্গুন মাসে, হাসে শুধু মুছিবত!
-----------------------------------------------------------