ওই ওরা অধোগত অসূচী দুর্বিনীত
অসৎ-অসতী ওরা পরকীয়া রত,
ভ্রষ্ট-ভ্রষ্টা ওরা সমাজের নিন্দিত ক্ষত
পদানত করে প্রেম-রীতি ভাঙ্গে শত।


স্বামীর সোহাগী সেজে করে অভিনয়
প্রেয়সীরে ভালবেসে মন করে জয়,
জনক-জননী হয়েও অবিশ্বস্ত রয়!
লোকালয়ে বাস করেও আরণ্যক হয়!


চাঁদের জোছনায় ওরা সুধা করে পান
অমানিশায়-অভিসারে নাচে হিয়া প্রাণ,
সুযোগ সৃস্টি তরে ঠুনকো অজুহাতে
আপন স্বার্থ বুঝে ধর্মকে করে অপমান!


ওরা বিষধর সর্প সম কখন যে করে দংশন
নিজেকে গুঁটিয়ে রাখে মেনে চলে অবগুন্ঠণ,
নিখুঁত ঘরণী সেজে অলক্ষ্যে খুঁজে মরে ক্ষণ
বিশ্বাসের সাথে ওরা অবিরত করে যায় রণ।


কামুক-কামুকী অতি সমাজে অবাধ গতি
কিবা রাতে কিবা প্রাতে বোঝা দায় মতি!
কামানলে জ্বলে চায় শুধুই কামনার রতি
ভাবে না, রঙ্গ সাঙ্গ হ'লে কি হবে পরিণতি!