যমুনার চরে হাসিয়া উঠেছে নতুন কাশ;
লাল রঙা জলে ভাসিয়া উঠেছে অচেনা লাশ!
মায়ের অশ্রু দেখেছে তাকিয়ে দুর্বাঘাস
স্বপ্ন বিলিয়ে লুটে নিল সব, করলো সর্বনাশ!


ফাগুনের প্রেম বোশেখে ছড়ায় কত মিতা;
রাখি বন্ধনে করে নিবেদন চেতনার বারতা!
মুখোশের মাঝে লুকিয়ে নিজেকে সাজে দেবতা
সৃষ্টির সুখে আল্পনা এঁকে ভুলে যায় বিধাতা!


আশা দিয়ে  গড়তে চায় প্রেমের তাজমহল;
হাজার দুয়ারী সৌধ গড়তে জমিন করে দখল!
হতে চিরজীবি, হয় পরজীবি, ধর্ম ত্যাজী পাগল
নিজের অজান্তে নিজেকে জ্বালাতে জ্বালে অনল!


প্রেম প্রেম খেলা, দুই চোখে ছলা চলছে অহর্নিশ;
হৃদয় গভীরে লুকিয়ে রেখেছে শত্রু নাশক বিষ,
কাদা মাখা পথে প্রত্যাশী কাঁদে, নেই আশিস্!
নাগিনীর মত ছোবল মারিয়া শোনায় ভয়াল শীস!