অশান্তির মহা ঝড়ে কাঠামো আজ কম্পমান!
ভূমির গভীরে তোলপাড় চলে বোঝে ধীমান;
উপরে নির্লজ্জতার অতলে বেহায়া নিমজ্জমান!
অথচ, ওরা শংসাপত্রে সবার উপরে বলবান!


শিক্ষা-দীক্ষা আর জ্ঞান-বিজ্ঞানে হয়ে মহান
জমিয়েছে দূর্গগভীরে বারুদের খনি অফুরান!
লালসার আতিশয্যে হারিয়েছে হিতাহিত জ্ঞান
কার চেয়ে কে কতটা বেহায়া, করছে প্রমাণ!


পদ-পদবীর মোহ করে গ্রাস, গড়েছে স্বপ্নযান;
বেহুঁশের মত ইজ্জত ভুলে হারায় নিজের মান!
এ শিক্ষা কোন কাজে লাগে ? কে করে সম্মান?
স্বার্থপরতার কালিমা মাখিয়া, হয়েছে ম্রিয়মান!


বাহারি রঙের মেলায় উড়িয়ে হাজার ফানুস
ভুলে যাই আমিও সকলের মত নশ্বর মানুষ!
মানুষের ঘৃণায় নিমজ্জিত হয়ে, হারিয়েছি হুঁশ
নরকের পথে হেঁটে চলি তবু, ভাবি নির্দোষ!