বিবেকের ঘরে খিল এঁটে করে
নিত্য ঘৃণার চাষ!
বাহুবলে করছে রাজ্য লোপাট
বর্গীর ওরা দাস!


গগনে লেগেছে ঘনকালো মেঘ
ঝড়েরই পূর্বাভাস,
টর্নেডো যদি ধেয়ে আসে তবে
হবে রে সর্বনাশ!


শুনি, পর্বত চুরির কদর্য গল্প-
বলেও শান্তি নাই!
দু’কান পাতলেই শুনছে সবাই
চতুর্দিক খাই খাই!


আলেয়ার পিছে ছুটছেই মিছে
মুক্তি পাবার আশে,
ঝরনার মত ঝরে ঝরে পড়ে
অগণিত কত লাশে!


প্রলাপের ঘাতে চলছে বিলাপ
অসহায় পেরেশান!
প্রতি পলে পলে বাড়ছে কষ্ট
বাড়ছেই অপমান!