স্বর্গের দ্বার রুদ্ধ করো না প্রভু,
নিপীড়িত মানুষ সুখ তো দেখেনি কভু!
কষ্টের পর কষ্ট করিয়া পেয়েছে কেবলই দুখ!
পরিশেষে তুমি নিও না ছিনিয়ে ওপারের বাকি সুখ।


হাজার রজনী উপোষ থেকেছে, আসেনি দু’চোখে ঘুম;
কত মহাজন আতশবাজিতে করিয়াছে কত ধুম!
আধমরা হয়ে রহিয়াছে পড়ে সহিয়াছে ধর্ষণ
জালিম করেছে কত বারুদের বর্ষণ!


ক্ষমতার মোহে করিয়াছে কেহ উৎপীড়ন;
ক্ষত-বিক্ষত হয়ে সহিয়াছে কত না নির্যাতন!
প্রতারিত হয়ে হারিয়েছে ধন, করেছিল যা উপার্জন
কাড়িয়া নিয়াছে শেষ সম্বল, দরদমাখা সন্তানের জীবন!


স্বামীর সোহাগ খুয়েছে আগেই, নেই কোথাও আজ ঠাঁই,
তবু বেঁচে আছে নিরুপায় হয়ে দাওনি মরণ তাই;
আর কত যন্ত্রণা পেতে হবে বল এই ধরায়
তুমি ছাড়া আর কেই বা আছে সহায়।