বিন্দু বিন্দু জল দুই চোখে ঝরে আজ
মানবতা করে গ্রাস, চালায় নিঠুর রাজ!
ক্ষমতার মোহে ওরা ত্যাজীছে চক্ষুলাজ
ঐক্য গড়ে না প্রজা, পড়ে না দ্রোহীর সাজ!


জনপদে উঠিয়াছে ত্রাহি ত্রাহি ত্রাহি রব
অজানা কারণে আজি মিছিলে বাড়িছে শব!
বারুদে বারুদে ভরা বিষাক্ত সমীরণ;
বুলেটে রুদ্ধ করে মন খোলা বাতায়ন!


স্বপ্নের পিছে ছুটে ঝরিয়াছে বহু প্রাণ
বিনিময়ে পায় ওরা অবজ্ঞা-অপমান!
অতীতে নাখোশ দ্রোহী, করিয়াছে অভিমান;
তাই তো তোলে না শির, অসময় বহমান।


দ্রব্য মূল্য করে ছুঁই ছুঁই আসমান;
সুখের তরণীখানী হাল ছাড়া ভাসমান!
উদ্ধত ব্যাভিচারী সম্ভ্রম করে লুট,
আশ্রিত সন্ত্রাসী ইশারায় পায় ছুট!


এভাবেই ভাঙ্গে যদি স্বপ্নীল দর্পন
কার প্রতি কে করিবে বিশ্বাস অর্পন!
খেলে যায় সাধু সেজে প্রতারক মহাজন;
মহা কৌশলী প্রভূ করে যান দর্শন।