ছন্দ পতন হলে মন্দ এসে করে ভীড়!
রুদ্র সোহাগীর প্রলাপে নত হয় শির!
অথচ ভাগ্য কারো নয় নিজহাতে গড়া
স্রষ্টা নিয়ন্ত্রণ করে এই মোহনীয় ধরা!


যারা পারে মেনে নিতে তারা হয় সুখী
বাকি সবে যন্ত্রণায় ভুগে হয় চির দুখী!
দিনে দিনে কমে প্রেম বেড়ে যায় পীড়া
তখন লাগে না ভালো মনি-মুক্তা-হীরা!


বিবর্ণ মনে হয় অবনীর মনোহারী প্রথা
থাকে না প্রীতি-নীতি ভালোবাসা সেথা!
অকালে ভাঙ্গে মন, শত্রু হয় সখী-সখা
অকুলে ভাসে তরী, হৃদয়ে জ্বলে শিখা!


বিরহ-ব্যথার কাব্য রচে নীরবে দু’জনা
আনন্দ-উল্লাসে শয়তান যোগায় প্রেরণা!
ভুলে যায় অঙ্গীকার! ভুলে যায় অতীত;
আমোদিত জীবন হারায় শোভিত প্রতীত।