বারুদের গারদে গড়িয়া দূর্গ
বাঁধিয়াছে অভিলাষ,
অনলে বসিয়া নরাধম তবু
স্বর্গ করে তালাশ!


রসিয়া বনমালী নির্মোহ চিত্তে
করে ফুলের আবাদ,
রঙ্গিলা মাঝি মারিতেছে লগি
মেনে পুরোনো প্রবাদ!


অনাবিল আনন্দে আল্পনা এঁকে
ভরে হৃদয়ের ক্যানভাস,
না পাওয়ার বেদনায় গুমরে কাঁদে
তবু করে না প্রকাশ!


অসৎ গড়তে চায় সতীকে সাথে
নিয়ে সুখের আবাস,
প্রেমের কবিতা লিখে মনের মানুষ
বসে সুদুর প্রবাস!


স্ববিরোধ বাসা বাঁধে অবিরত দিনে-
রাতে ভুলিয়া বিষাদ,
দেহ মাঝে পুষে রাখে কামনার বিষ
তবু মাগে না প্রসাদ!