বালির ঢিবিতে দাঁড়িয়ে দেখে সুনামির তীব্রতা!
তারপরও অহমিত মন ছাড়ে ভয়াল হুঙ্কার!
মানে না আসমানী বিধান, করে সব লন্ডভন্ড!
দেখে অমরত্ব আর মহা বিজয়ের দুঃস্বপ্ন!


সময় কত নির্মম জেনেও করে নাজানার ভান!
প্রচন্ডতম আক্রোশে বিনয়কে করে গ্রাস!
নির্বোধের মত খেলে যায় দুর্বিনীতের খেলা!
ঘটায় অপরিমিত উন্মত্ততার দুর্বার প্রকাশ!


দাম্ভিক পদচারনায় কাঁপে আপাত ক্ষমাশীল জমিন;
ভয়ে থরহরি! নিষ্পেষিত মানবতা দীর্ঘকাল!
অথচ, শিয়রে দন্ডায়মান নীরবে সর্বক্ষণ যমদূত-
একটি অনিবার্য কঠিন ইশারার অপেক্ষায়!