স্বপ্নহীন মৌনতা! অশ্রুহীন কান্নার মতই
নিরেট মিথ্যাচার! এক অন্য রকম রসিকতা!
জীবন! সৃষ্টি রহস্যেরই এক খন্ডাংশ মাত্র;
যার সাথে অহম-দম্ভ একেবারেই বেমানান।
ক্ষমতাও জীবনের মতই ক্ষণস্থায়ী, যদিও
আমরা করি তার বেপরোয়া-নির্লজ্জ চাষ!


এ তো অপূর্ণ ভ্রুণেরই বিকলাঙ্গ চিন্তার ফসল!
অসততা-দুর্নীতি, সন্ত্রাস, তারই নিকৃষ্ট প্রকাশ!
সত্যকে লুকাতে চাই মিথ্যার আবডালে প্রতিদিন!
একবারও ভাবি না, নীরবে হাসেন দেখে মহাকাল!


লক্ষ-কোটি প্রশ্ন! করে বিব্রত নিরন্তর-নির্বিচার!
তবু খুঁজি সুখের সংজ্ঞা! করি অলীক অঙ্গীকার!
এ বিশ্ব বিস্ময় হয়ে ঝুলে আছে মহাশূন্যে-
প্রেম যেমন আকৃষ্ট হয় অদৃশ্য হৃদয়ের টানে!