এই কি সেই পূর্ব কথিত দুঃসময়?
যখন চাইবে মানুষ মৃত্যু করতে ক্রয়!
চুরি তো চুরি, তারপর সিনা জুড়ি!
লাজ-শরমের নেই তো বালাই!


কার ঘাড়ে কার দোষ!
চাপিয়ে দিয়েই চলে নিদারুণ ধোলাই!
অথচ, অপরাধের শিরোমণি যারা
তাদেরই তোষণ করে বেশি সুখ পাই!


আলেয়াকে আলো বলে করছি প্রচার!
চলছে নিরবধি অশুভ আচার!
কেউ কেউ দাবী তোলে, চাই সুবিচার;
তবু, ক্রমাগত বেড়ে চলে নানা অনাচার!


অতীতের কথা বলে পাবে কি পার?
ইতিহাস কাউকেই দিবে না ছাড়!
যার যা প্রাপ্য পাবেই, নিয়ম বিধাতার;
নানা পাপে জ্বলে পুড়ে হবে ছারখার!