মানুষ-পশুতে আজ প্রভেদ কোথায়?


বিবর্তনের জ্বালামুখে সভ্যতা হলো ভস্ম!
শালীনতামুক্ত প্রেমের আবেদন জমিন করেছে জয়!
ইতিহাসের তাবৎ অনাচার মিলিয়াছে মোহনায়!


মূল্যবোধের অবর্তমানে মেধাহীন জনগণ!
অন্তর্চোখের অপমৃত্যুতে বিবেকের অবসান!
আলোর মোড়কে আলেয়াকে দেখে প্রতারিত সজ্জন!


লজ্জা বিলিয়ে দিয়ে বিত্তের প্লাবন চাই,
তারপরও করে যাই নীতির বড়াই!
অন্ধকার জগৎ প্রভাবিত করে আলোকিত যত ঘর!
পরিশেষে অমানিশাই হয়ে যায় জীবনের অধীশ্বর!


ভেবো না সভ্যতার কথিত ধারক;
চলমান সঙ্কটে সৃষ্টির প্রভূ মোটে নয় কার্যকর!