কালের স্রোতে হারিয়ে গেছে কত মহাজন!
তাই আজ বিশ্বে মহামানবের বড় প্রয়াজন।
ক্ষয়িষ্ণু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছে ঘুন!
নি:শেষিত করেছে মূল্যবোধ, নেই গুণীজন!


সুনীতি নির্বাসনে! তেজস্বী দুর্নীতি সমাসীন;
আরো করে উদ্বুদ্ধ দিয়ে নানাবিধ প্রলোভন!
বিছিয়ে মোহজাল পক্ষে টানে ভন্ড শয়তান-
কে করে উদ্যাপন কারে, দেয় নারে সম্মান!


আধিপত্য কায়েম করে, মানবতা করে খুন
অশুচি-অশ্লীল রাজ্যে নষ্ট করে অবৈধ ভ্রুণ,
হায়! পরিবেশ ধ্বংস করে অযথা-অকারণ!
আপন স্বার্থে গ্রাস করে গরীবের সকল ধন!


দাঙ্গাফ্যাসাদ লাগিয়ে স্বার্থোদ্ধারে করে পণ!
গর্জনে ফাটিয়া পড়ে, বুঝি বা বাধাবেই রণ!
চায় না কারো কল্যাণ, কারণ, সে অভাজন
বুঝে না কোনটা ভালো, কোনটা অশোভন!