আস্থার সঙ্কট নীরব ঘাতকের মত
ধ্বংস করে বিশ্বাসের বিশ্বস্ত ভিত!
প্রতিশ্রুতি ভঙ্গ, প্রতারণার শামিল;
যা সৃষ্টি করে মনে ভয়ানক ক্ষত!


অপরিমেয় ক্ষমতায় সর্বদা সৃষ্টি হয়
ভারসাম্যহীনতা, নষ্ট করে সাম্যতা,
অহমিত মানব হারায় মানবতাবোধ;
লজ্জাহীনতা গড়ে তুলে নষ্ট সভ্যতা!


ঈর্ষা-বিদ্বেষে বাড়ে হত্যার উৎসব;
চেতনা পরাজিত হয় পরমাদর্শ সহ,
নেশা যদি গ্রাস করে মানুষের দেহ;
তবে পরিণতি হয় ভয়ানক-ভয়াবহ!


দুর্নীতির চাপে ব্যক্তি হয় নীতিহীন!
ধর্মহীন সমাজে চালু হয় ব্যভিচার!
অনৈতিক আয়ে বাড়ে অর্থের যোগ
লোভীদের কুশাসনে বাড়ে অবিচার!


নীতিহীন রাজনীতি অশুভ-অভিশাপ;
ঘরে ঘরে জন্ম নেয় হিংস্র-আরণ্যক!
ক্ষমতার মোহ করে সুনীতি আত্মসাৎ
যেন-তেন করে, বনে যায় বিধায়ক!