অবাঞ্ছিত-উচ্ছিষ্টরা বিবর্তনের ক্ষয়িষ্ণু সোপান হয়ে
গ্রাস করে মানুষের গড় আয়ু, সম্পদ, মূল্যবোধ!
সেবকের মুখোশে সুনামী হয়ে আসে সবুজ জমিনে!
আগ্রাসী বোধে মাংসাশী হয়ে যায় রাক্ষুসীর আদরে!
আঁৎকে উঠে ফুলের কুঁড়ি-অঙ্কুর, বিষাক্ত সমীরে!
মানবিক আবেদন ধুলায় লুটিয়ে কাঁদে বেদনায়!
তারপরও চমকের চেতনায় উজ্জল নক্ষত্র হতে চায়!
সম্পর্কের ভাঙ্গা-গড়ায় ছন্দের পতন হয় অসময়!
নতুন পাঠে মগ্ন হয়ে বিকৃত করে নিসর্গের স্পন্দন!
শালীনতা হারিয়েও প্রশংসিত হয় অভিজাত শয্যায়!
স্বপ্ন লুটে নিয়ে পরাভুত করে দেয় বিনম্র সভ্যতা!
উজান স্রোতে নিরানন্দে বৈঠা বায় নিষ্প্রভ জনতা!
বিদগ্ধ-বিদ্বান, জ্ঞানী-গুনী সুধীগণ নেই তবু শঙ্কায়!
রংধনুর প্রভাবে সোনার মোহর গোনে নগ্ন বাহানায়!