গত ০৭/০৪/১৯ তারিখে প্রিয় কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) ‘র “গণতন্ত্রের আজও বড় অবেলা ” কবিতায় করা আমার মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


হায়রে সাধের গণতন্ত্র
গাও ভরা দুর্গন্ধ!
সর্ব অঙ্গে বেজায় দ্বন্দ্ব
চক্ষুদ্বয় কি অন্ধ?


যখন-তখন রক্ত ঝরাও
নিঠুর কি পাষন্ড!
দর্শনেরই ফানুস উড়াও
আসলে তো ভন্ড!


ভোট চুরির মহোৎসবে
সবকিছু হয় পন্ড!
জনগণই কোন একদিন
দেবেই মৃত্যু দন্ড!


নিস্তরঙ্গ রাজনীতি আজ;
নির্বাসনে নির্বাচন!
রাজনীতির এই গতিপথে
কি ভাবছে জনগণ!


জনগণকে প্রজা বানাও
করে খন্ড-খন্ড,
সবে মিলে ধরলে তুমি
হবেই লন্ড-ভন্ড!