স্বপ্ন স্বপ্নই!
স্বপ্নের বায়বীয় রূপ যখন
আকাঙ্খার চত্বরে এসে জেঁকে বসে,
তখনই ঘটে বিভ্রাট!


উচ্চাকাঙ্খা, উচ্চাভিলাষ সার্বজনীন;
প্রত্যাশার মাত্রার গতি দ্রুততর হ’লে
পরমুখাপেক্ষীতা গ্রাস করে আপনাকে!
শুরু হয় পুতুল নাচের বিড়ম্বনা!


সুতার টানে পুতুল খেলে প্রেমের খেলা;
করতালী দিয়ে নন্দিত করে দশর্ক শ্রোতা!