জমিন আজ রক্তসিক্ত!
অসুস্থ মানুষের আর্তনাদে স্থবির জনপদ!
চতুর্দিকে দেখি শুধু লাশের মিছিল!
জীবন্মৃত মানুষের চেহারায় আতঙ্কের ছাপ!
মানবতা এখন যাদুঘর আর কাগজের পাতায়!


থেকে থেকে হুঙ্কার ছাড়ে মোড়লের গোষ্ঠী!
অতঃপর ছড়িয়ে পড়ে বারুদের ঘ্রাণ বিশ্ব জুড়ে!
নাটক-সিনেমাও এখন আর উপভোগ্য নয়!
প্রেমের গল্প-টল্পও হারিয়েছে মায়াবী আকর্ষণ!
যে স্থান দখলে নিয়েছে করোনার কারিশমা!


সভ্যতার দ্বন্দ্বে পরাভুত হয়েছে ঐতিহ্য-ইতিহাস!
পরিবেশ বিধ্বংসী বিজ্ঞানের মারমুখী আস্ফালনে
এন্টার্কটিকার অশ্রুতে ভেসে যাবে অগনিত বসতি!


অস্ত্রবাজরা অস্ত্রাগারে রেখেছে পৈশাচিক হাত!
খুনিরা কষছে লক্ষ-কোটি মানুষের খুনের হিসাব!
আধিপত্য আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছে
অবাধ্য নরাধম মৃত্যু নেশায় দিয়ে শেষ দম!
অতঃপর অনেকেরই খেলা হবে চিরতরে শেষ,
আবার উদয় হবে বিনম্র মানুষের বিজয় কেতন,
আবার উদয় হবে পূর্ব দিগন্তে নতুন অরুণ।