হিটলার, মুসোলিনির বংশধর,
চেঙ্গিসখানের প্রেতাত্মারা যখন দর্শন,
তন্ত্র-মন্ত্র, চেতনা আর আদর্শের কথা বলে,
নমরুদ, ফেরাউন, সাদ্দাদরাও চরম শরমে মরে!


এখন তো বিশ্বময় দু:সময়!
স্বয়ং শয়তানও বুঝি লজ্জা পায়!
জনতার আদালতে জনতারই শাস্তি হয়!
ওরা কারা, যারা গণতন্ত্রের কথা বলে নিপীড়ন চালায়?


বেহুঁশ মানুষ এখনও নির্বিকার!
কারণ বিশ্বটা আজ  উন্মুক্ত কারাগার!
কিসের আশায় লাঠিয়াল গায় বিপরীত সঙ্গীত,
ইতিহাস থেকে নেয় না শিক্ষা, সময়  ফুরিয়ে যায়!


বিবেকের কাছে নেই বাঁধা ওরা;
সময়ের সাথে ওরা করে না বোঝাপড়া,
সুনামীর ত্রাসে, ভূমিকম্পেও ওরা নয় কম্পমান!
অনন্ত আবাসে রাখে না আস্থা, স্রষ্টাকে হানে বাণ!


কার ভ্রুণে এলো ধরাধামে ওরা?
নীতির বিচারে কোথায় ওদের স্থান?
নিষ্ঠুরতার চলে না তুলনা, সংহার করে প্রাণ!
বিচার-আচারে করে না পরোয়া, শুধু বারুদের ঘ্রাণ!