কি বলে যে করি তোমায় সম্বোধন!
তোমাদের অনেকেরই দূর থেকে নাম শুনেছি,
শরীরের ঘ্রাণ কখনো শুঁকে দেখিনি।
শুনেছি, সহকারীর সহযোগিতা ছাড়া তোমরা
বলতেই পারো না তোমাদের সম্পদের পরিমাণ কত!
ভালো! ইর্ষা থেকে নয়, সত্যি বলছি-
তোমরা নিঃসন্দেহে সমাজের অতি মেধাবী!


শুনেছি, তোমাদের আশীর্বাদেই আয়কর উকিলগণ
বছরে বছরে বদলে ফেলে গাড়ির মডেল!
উপঢৌকন হিসেবে পেয়ে যায় বাড়ি কিংবা ফ্লাট!
শুনেছি তুমি রিয়েল এস্টেট ব্যবসায়ী, মানুষ বলে “ভূমিদস্যু!”
আছে মানুষ রফতানীর ব্যবসা, সবাই বলে “আদম ব্যাপারী!”
কারো বা আছে জাহাজ তৈরীর কারখানা-ব্যবসা!
না না! আমি আদার ব্যাপারী নই! ছাপোষা, নির্বিবাদী মানুষ।


কারো কারো আছে ভেজাল ঔষধ তৈরীর কারখানা,
কেউ কেউ অস্ত্রের কারখানা দিয়ে যুদ্ধ সরঞ্জাম তৈরী করো!
আবার সেই যুদ্ধাস্ত্র বিক্রির জন্য যুদ্ধ বাধিয়ে দাও,
মাদক দ্রব্যের কারখানা গড়ে তুলে তরুণ-যুবকের প্রাণশক্তি
শুষে নিয়ে নির্জীব করে দাও, যাতে ওরা বিপ্লবী না হয়!
এমনকি জাল টাকা ছাপিয়ে দেশ-দশের বারোটাও বাজাও!
মানুষ সন্তর্পনে, ভয়ে ভয়ে তোমাদের “মাফিয়া” বলে!
ইদানীং শুনছি, “ইলুমিনাতি,” “ফ্রীম্যাসনারি” আরো কত কিছু!
আমার কিছু বলার যোগ্যতাই নেই, শুধু দূর থেকে শুনি!


তবে, আমি সাদা চোখে দেখি চারিদিকে নিরন্ন মানুষের
বুক ফাটা আর্তনাদ! দুর্ভিক্ষ-মহামারীতে মৃত্যুর মিছিল!
অভাগা মানুষের চোখের জলে ভারী হতে দেখি আকাশ-বাতাস!
শুনি, জমিনের অসহায় মানুষের চাপা কান্না!
তোমরা কি বাড়িয়েছো কেউ সাহায্যের হাত?
করেছো কি ডোনেশন, দান-খয়রাত, দিয়েছ কি যাকাত?
মনে রেখ, তোমরা অমর নও, হয়ো না এতোটা নির্ভার,
তোমাদেরও নাম আছে স্রষ্টার তৈরী কালো তালিকায়!