অন্ধপুরীর বৃত্ত তোমার বাড়ায় শুধু যন্ত্রণা
ভন্ড দ্বারা পরিবৃত যোগায় কানে মন্ত্রণা!
মোহ’র কাছে হেরে গেলে পথ খুঁজে আর পাবে না
ইতিহাসের শুভ পাতায় নামটি তোমার রবে না।


কর্ম তোমার মন্দ হলে ছন্দ ফিরে পাবে না
যতই কর খলের পূজা, যতই কর বন্দনা,
অন্তঃপুরের মানুষ হয়ে আঁকছো বিশ্ব আল্পনা!
কত রঙের ফানুস উড়াও, বৃথাই কর জল্পনা!


ভাবছো তুমি অনেক দামী, দিচ্ছে ওরাও সান্ত্বনা
আসবে যখন বিপদ তোমার, কেউই ফিরে চাইবে না!
স্রোতের পানির মতই সময়, যায় চলে যায় অতীতে,
আর ফিরে না সুখের সময়, কাঙ্খিত সেই গতিতে!


দর্প তখন চূর্ণ হবে, স্বর্গ তোমার থাকবে না;
স্বপ্নচূড়ার দম্ভ তোমার তখন কেউ আর দেখবে না!