অখন্ড অবসরে আবার দেখে আসি
কোথায় এসেছি রেখে কতটুকু ভুল,
আর যদি নাই পাই শোধনের ক্ষণ-
ক্ষমা করিও প্রভু, চেও না মাশুল।


আর কত বিদ্বেষ! মিথ্যে অপবাদ!
অগ্রে দাঁড়িয়ে যমদূত, সংযত হও;
কার সাথে তুলনা কর স্বক্ষমতার?
খান্ত হও! তুমি এত বড় বীর নও।


তার চেয়ে সেই ভালো, সেবা করি
এসো মিলেমিশে বিপন্ন মানবতার;
কাসুন্দি ঘেঁটেঘুঁটে কোন লাভ নেই,
সত্যতা দিয়ে এসো করি সুবিচার।


ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কর মাতামাতি!
দোষারোপের ছলনায় অর্জন কত?
তোমাদের কেউ কি আছো উত্তম?
অযথা সংঘাতে বাড়াইও না ক্ষত!