কলমিলতার সাথে পিরিতি করিয়া
সবুজের ছায়াতলে বাঁধিয়াছি ঘর,
জড়িয়ে পড়েছি আমি মায়ার বাঁধনে
সবাই তো প্রিয়জন, কেউ নয় পর।


সোনালি সুরুজ এসে সকালে উঁকি মারে
বকুল ফুলের সাথে হয় শুভ পরিচয়,
তখনো কুয়াশা বলে, এসো না আরো কাছে  
রজনী হয়েছে শেষ, আর ঘুম নয়।


শিশির বিন্দু বলে, একটু দাও না ছুঁয়ে
না দেখার কেন তুমি কর অভিনয়,
আকাশে তারার মেলা, জোনাকি করে খেলা
গোলাপ, চামেলি, বেলি মন করে জয়।


চাঁদনী রজনী ঘিরে উঠোনে আসর জমে
গোপনে স্বপ্নন এসে হৃদ ছুঁয়ে যায়,
আড়ালে সজনী বসে উঁকি দেয় ক্ষণে ক্ষণে
রসালো কন্ঠে প্রিয়া গুন গুন গায়।