দুই-দু’টি মৃত্যু! অতঃপর-
একটি জাতির স্খলন!


এখনই সময়, নিজেকে চিনে নেবার।
কারণ, ইতিহাস অসহায় নয়, নির্ভীক।
সময় চলে তার নিজস্ব পথে
যতই প্রবল হোক প্রতিপক্ষ-
যত বড় বাধার প্রাচীরই তুলুক।


সংকটের আবর্তে বিশ্ব আজ উদ্ভ্রান্ত!
সবাই হিসেবে ব্যস্ত আপনাকে নিয়ে!
সময়ের কাছে নেই কারো দায়বদ্ধতা!
যদিও অগোচরে সবাই যেন ক্লান্ত!


এ ক্রান্তিকালে চলছে মেরুকরণের পালা;
অতঃপর বাড়বে অশান্তির ভয়ানক জ্বালা!
পৃথিবীর রুদ্র রূপে আঁৎকে উঠবে মানবতা!
বদলে যাবে মানচিত্র! জীবনের গতিধারা!
অতঃপর শুরু হবে নতুন করে পথ চলা।