শাস্তির সিরিজে আসছে মানসিক মহামারী!
মিষ্টি কাব্য যেমন সৃষ্টিকুল করে পুলকিত,
ভাবনার ভারসাম্যহীনতা তেমনি চেতনার
সৌন্দর্যকে করে পদদলিত, করে সমাহিত!


ক্রমাগত চাপে বাড়ে অস্থিরতা বিশ্ব জুড়ে;
দ্বন্দ্ব আসছে ভেদ-বৈরিতার ভেলায় চড়ে!
স্বীয় অস্তিত্তের মাঝেই বেড়ে উঠে বিষন্নতা,
সৃষ্টি হয় শূন্যতা নানান শঙ্কায় অন্তর ভরে!


মনস্তত্বিক সংকট অজান্তে গ্রাস করে হৃদয়!
ঘটানো আর্থিক টানাপোড়েন ভাঙ্গবে ঐক্য,
নিবিড় ভালোবাসায় পড়বে ছেদ আশঙ্কায়!
জীবনের প্রতি মমত্ব বাড়লে হবে স্বার্থপর!


গৃহবন্দী জনতা ছন্দ হারায় বঞ্চনার কষ্টে
মুক্তির আকুতি নিয়ে ছুটে যায় রেস্তোরায়!
জীবন সংশয় জেনেও বীচের আনন্দ চায়!
নেশার বিষ চায় দুরত্ব ভেঙ্গে পানশালায়!  


পরিশেষে আসবে ধেয়ে বিলাসিতার ব্যগ্রতা
ধৈর্য হারিয়ে আরণ্যক হবে মন ঘন তৃষ্ণায়!
কেউই রইবে না বাকি আর , সান্ত্বনা দেবার;
সৃষ্ট আঁধারে বেড়ে যাবে মানসিক হাহাকার!