হৃদয়ে রঙ মেখে স্বপ্ন দেখে দেখে
নিজেকে ভেবেছি আমি পৃথিবীর সেরা!
আনন্দ করে ভাগ, পেয়েছি কারো বিরাগ
চারিদিকে চেয়ে দেখি নিয়তির বেড়া!


সুপ্ত আশাগুলো, হ’লো যে পথের ধূলো
মিছে হলো প্রেম-প্রীতি, মিছে হলো আশা!
সে হাসে কুঞ্জবনে! ভালবাসে জনে জনে!
আমি জ্বলি প্রেমানলে, সকলই দুরাশা!


সোনালী অতীত নেই, হারিয়ে পথের খেই;
মহুয়া বনের কথা ভুলে গেছি নিমেষেই,
আকাশে কত তারা, ভাবি না ওরা কারা
ধরণীর মহা দুখী ভাবি নিজেকেই!


স্বার্থপরের ফাঁদে শোষিত নিয়ত কাঁদে!
কমে না বুকের জ্বালা, মিটে না পিয়াসা,
পাবো যে এতো ব্যথা, ভাবিনি এমন কথা
ছুঁড়ে দিলো পলকেই, মিটিল না আশা!