বৃষ্টিস্নাত রাতকে ডিঙ্গিয়ে
সন্ধ্যাকে করি ভয়!
অভিমানী মন স্বপ্ন হারিয়ে
মেনে নেই পরাজয়!


মোহনের সাথে খুনসুটি করে
করি কত অভিনয়,
রবির সাথে দেখা হলে প্রাতে
তবু থাকি শয্যায়!


অমানিশা রাতে অশ্রু ঝরিয়ে
খুঁজে মরি সেই চাঁদ,
প্রেম-ভালোবাসা হারিয়ে হৃদয়
ভুলে গেছি সেই স্বাদ।


সময়ের সাথে অভিমান করে
বাতাসে রেখেছি কান,
বসন্তে হারিয়ে কত রংধনু
নিরাশায় কাঁদে প্রাণ!