প্রিয় কবি, কবি চাঁছাছোলা’র গত ২৬/০১/১৯ তারিখে আসরে প্রকাশিত “কার লাভ কার ক্ষতি” কবিতার কমেন্ট বক্সে মন্তব্যাকারে প্রকাশ করা আমার কবিতাটি আজ আসরে তাঁর নামে উৎসর্গ করলাম।


সময় বুঝি করেছে অভিমান
মানিয়াছে অনাচার!
স্বার্থের কাছে বিকিয়েছে সবে
হারিয়েছে অধিকার!


থেমেছে গতি, কার হলো ক্ষতি
হারিয়েছে জাতি মান!
মুক্তির তরে, নয় মাস ধরে
ঝরেছিল কত প্রাণ!


ভুলে গেছি সেই সময়ের কথা
তাই তো সময় আজ,
স্মৃতির পাতায় ঘুড়িয়া বেড়ায়
ফেলিয়া সকল কাজ!


তবে মনে রেখ, একদিন দেখো
রইবে না অহম আর,
পরাজিত হবে, লাঞ্ছিত হবে
পাইবে না সুবিচার!


লাভ ক্ষতি নিয়ে নেই মাথাব্যথা
জোয়ারে ভাসিয়ে গা,
নিজের আখের গোছাতে ব্যস্ত
পরিণতি ভাবে না!