অখন্ড সময় গুলো প্রসব বেদনায় কাতরায়;
চিন্তার জগৎকে মন্থন করে কিছু পাবার আর
মায়াবী বসুন্ধরাকে কিছু দেবার আশায় ।
ভালবাসা যেন ফুরিয়ে গেছে হৃদয় থেকে,
সব কিছু সেকেলে ভাবে নব প্রজন্মের দল !
কি যেন খুঁজে ওরা অবনীতল !
অবিন্যস্ত ভাবনা গুলো আচঞ্চল উর্মি ভেঙ্গে ভেঙ্গে
গভীর থেকে গভীরে যেতে চায় সাধ্যমত
তবু সুখের পায়রা যেন মেলে না পেখম !
মিহির রজনীরে কেন করে না তবুও ভেদ,
আবরণের আবডালে কেন করে কোলাহল !
আগামী দিনের সম্ভাবনাময় সকল আদল
পঙ্কিলতার মাঝেও খোঁজে আনন্দের হিন্দোল;
সুবাসিত স্বপ্নের খোলসেও মাগে আত্মজ্ঞান,
আবার অভিমানী হয়ে কখনও বা করে আত্মহনন-
তবুও করে না দ্রোহ বিশ্বাসহীনতায় !
সমকালের সংঘ ভ্রষ্টতার সাদৃশ্য যাতনায়
শুধু আপনার মাঝে করে নিস্ফল আন্দোলন,
অথচ ওরা দেখে অপার সম্ভাবনা আগামীকাল-
পারে না ডিঙ্গাতে শুধু নিন্দিত যত পাথর দেয়াল।