অপরাধী নয়, নির্মূল কর অপরাধ;
একদা সভ্যরা(!) অপরাধীদের করেছিল দ্বীপান্তরী,
গড়েছিল ভূতলে অপরাধের অভয়ারণ্য!
কালক্রমে সেই অপরাধই সংক্রমিত হয়ে গ্রাস করেছে ধরণী!  


হে সুস্থ্ বিবেকবান মানুষ, ইতিহাস খুঁড়ে দেখ;
হিরোশিমা, নাগাসাকির নিরাপরাধ মানুষের
রক্তে রঞ্জিত কাদের হাত!
যে হাতের থাবায় পৃথিবী কম্পিত আজ!


ওরা জারজ ভূস্বর্গ গড়ে দুনিয়ার বুকে!
অনুসারীদের হাতে তুলে দেয় কলঙ্কিত রাজদন্ড!
অপরাধের সেই অভয়ারণ্য থেকেই
অপরাধ সংক্রমিত হয় প্রতিটি গৃহ কোণে!


আমার দেশের স্বাধীনতাযুদ্ধে ওরাই গড়েছিল বাধার প্রাচীর!
ওদেরই আশীর্বাদপুষ্ট হয়ে যারা মুক্তিসেনাদের
ঠেলে দিল বস্তিতে, বাধ্য করলো ভিক্ষাবৃত্তি আর বেশ্যাবৃত্তিতে!
তারা কি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ?


কেন এই ক্রান্তিকালেও শ্রান্তি এসে অবশ করে
সূর্য সন্তানের উত্তরসূরীদের দুঃসাহস আর মনোবল?
মুখ থুবরে কেন পড়ে থাকে নীলাচল, মাদকাসক্ত দেশী?
অপরাধের বাহকেরা স্বীয় স্বার্থে কেড়ে নিল তাদের সুঠাম পেশী!


শকুনের শাপে গরু মরে না, মরে জীবানু আক্রান্ত হয়ে।
তাই এ অভিশাপ নয় বাস্তবতা; ঐতিহাসিক অনিবার্যতাও বটে!
সংক্রমিত অপরাধ ওদের গ্রাস করেছে বলেই হয়তো
স্বাধীনতার রক্তিম সূর্য অস্তমিত হবে গোধূলি ছড়িয়ে দিগন্তে!