আমরা নতুন এক সভ্যতার(!)দ্বার প্রান্তে দন্ডায়মান;
অভিষেক এখন কাঙ্খিত অশুভ সময়ের ব্যাপার মাত্র!
সম অধিকারের দাবীদারদের অভিষেক হবে সজ্জিত মহামঞ্চে!
কারণ, তারা নারীদের তুলে দিবে রঙ্গমঞ্চে, উপঢৌকন স্বরূপ;
তাদের উদ্ভাবনী শক্তির আশীর্ব্বাদে বাড়বে পানশালার জৌলুস,
বাহারি বিলাসে নারী হবে সেবাদাসী, যেন উপাদেয় পণ্যে!


বেনামী শিশুদের ঠিকানা হবে না আর নোংরা ডাষ্টবিনে
অগাছার মত বেড়ে উঠবে মোড়ে মোড়ে শিশু আশ্রমে,
নিয়মের বালাই রবে না সেদিনের প্রগতিশীল(!) সমাজে
সেখানে অভিষেক হবে চন্ডাল, কসাই আর জল্লাদদের!
অভিষেক হবে মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী আর পাপীদের!


তখন আর ক্ষুদিরামের ফাঁসি নিয়ে ভাবার কেউ থাকবে না;
ভুলে যাবে কারবালার একতরফা অন্যায় যুদ্ধের ইতিহাস!
জন্ম নেবে রন্ধ্রে রন্ধ্রে হিম শীতল মৃত্যুর পেশাদার কারিগর!
শুধু স্বপ্নের ফানুস উড়বে রাজা-মহা রাজাদের স্বর্গ প্রাসাদে!


শৈশব-কৈশোর হবে ভোগের পান পাত্র; প্রবীণ হবে উচ্ছিষ্ট!
যৌবনের জয়গানে ধ্বনিত-প্রতিধ্বনিত হবে মুহুর্মুহু জয়ধ্বনি,
আগামী সভ্যতার(!) কল্পিত নকশাটা গেঁথে রেখ মানসপটে।


মিলিয়ে নিও অপ্রিয় নতুন প্রজন্মগুলো সমবেত উদ্দামে,
যখন আমরা থাকবো না; অভিষেক হবে মহা-প্রয়াণে।