বেড়েছে মোড়লের চুলকানী, খাওজানী, পাচড়া!
যন্ত্রণা তারে ধরেছে খামচে, যেন নমরুদের অবস্থা!
বেড়েছে খুব ছটফটানী! কারে ধরে, কারে মারে!
বোঝে না কি করে, বিশ্ব জয় করা এত নয় সস্তা।


গোঁজামিল দিয়ে দিয়ে ফ্যাসাদ বাধাতে চায় বিশ্বে,
মানুষের খুন দিয়ে প্রতিদিনই করে সে যে নাস্তা!
লাঠিয়ালে ভরসা! কারসাজি ছাড়া কিছু বোঝে না;
সত্য বলে না কিছু, চিনে না সরল-সোজা রাস্তা!


সুপ্ত মনে তার গুপ্ত চেতনা নিয়ে ভাবে নিজে সেরা
অথচ, কারো প্রতি রাখতে পারে না কোন আস্থা!
অবৈধ কর্মকান্ডে সিদ্ধহস্ত বলে মানে না সে বিধাতা
তার চাই মাল-পানি! অগনিত-অজস্র, বস্তা বস্তা!