দিনের আলোয় বেড়িয়ে এসেছে
রাতের অভিশাপ,
দানবের মত টুটি চেপে ধরে
কুৎসিত মহাপাপ!


অন্ধকারের দুর্বৃত্তরা করে
নিন্দিত অভিচার,
প্রতিরোধহীন সমাজে চলে
নির্মম অবিচার!


অসহায় যত দেশের মানুষ
অথর্ব নির্বিকার,
মৃত্যুর আগেই মরে সবে
মানিয়া নিয়াছে হার!


অবিরত চলে হৃদয়ের মাঝে
ক্ষরিত রক্ত স্রোত,
আঘাতে আঘাতে হয় জর্জর,
কে করবে প্রতিরোধ!


অশুদ্ধ নগরে দুষিত বায়ুর
চলছে আগ্রাসন,
দুস্থ মানুষে করে হাহাকার
কে করে পুনর্বাসন!