শিশিরে শয্যা নিল জীবনকে বাজি ধরে
লাল হয়ে গেল মাটি শহীদের তাজা খুনে,
আবেগে উথলে উঠে হৃদয়ে অবাধ্য প্রেম
তারই বীজ বুনে প্রেমিক অনাগত ভ্রুণে ।


অভিমানী জননী কাঁদে আজো অন্তরালে
বিসর্জন কি অকারণ! স্বাধীনতার তরে ?
ফাগুনের আগুনে জমিন পুড়ে হলো খাক্
নীতির আকালে সাধ অকালে গেল মরে !


স্বপ্নের পতনে বিবর্ণ হলো সব আল্পনা
শাপলা-দোয়েল কাঁদে অবিচারে-অনাদরে,
সুশাসনের স্বাদ নেই, মোহ করে সব গ্রাস
গাংচিল-ইলিশের ঝাঁক নেই রে পদ্মাচরে !


সুখের আবেদন পায়ে দলে মহাজনে দম্ভে
প্রভুকে অবজ্ঞা, ভর্ৎসনা করে বৃথা অন্ধে,
অনিয়মই প্রতিকার বুঝি আজ এ চরাচরে
পাংশুবর্ণ স্বদেশ আমার কাঁপে বর্গীর ডরে!


কারো মাঝে নেই আস্থা, দ্বেষে বাড়ে ঘিন্
হর্ষ প্রকাশে সত্যের বুঝি নেইরে  প্রয়োজন !
অশ্লীলতার-অভিশাপে জাতি  করে ক্রন্দন
দুর্দিনে করবে কি কেউ  জীবন বিসর্জন ?