ঐশ্বর্য আর ক্ষমতা, দম্ভ আর অহমিকাই
করে তুলেছে তোমাকে ভীষণ বেপরোয়া!
অথচ, কোন এক সময়-
“তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়”
গানটি শুনে ভিজে যেত তোমার অক্ষিপট;
সেই তুমি নিজের অজান্তেই কখন যে
বদলে গেলে, তুমি নিজেই জানো না!


যাদের হাত ধরে শামিল হলে বেঈমানদের দলে
তাদেরই শুভাকাঙ্খী ভেবে কাছে টেনে নিলে!
তাদেরই দেখানো পথে অন্ধকার গলি পেরিয়ে
পৌঁছে গেলে স্খলিত নমস্যের ঠিকানায়!


অতঃপর-অফুরন্ত উচ্ছাসে উড়িয়ে দিলে
মোহনীয় বিজয় কেতন পিরামিডের চূড়ায়!
পাদদেশে পড়ে থাকে প্রত্যাশার ঝুলি নিয়ে
অজস্র কাঙ্গালের বিশাল মিছিল!
আরো উদ্দীপ্ত হয়ে ভাবলে নিজেকে মহাশয়!


হয়তো কোন একদিন গোধূলি বেলায়
যদি সুবোধ জাগ্রত হয়, খুলে যাবে অন্তর্চোখ;
দেখবে, ফেলে আসা পথে জমে আছে ভুলের স্তুপ!
যে ভুল তোমাকে করে দিবে নিঃস্ব!
কিন্তু, পাবে না ফিরে আর প্রায়শ্চিত্তের সময়।