ভাদু’র ভাই তেল মারে
গোল আলুও হতে পারে
চিমটি কাটলে হেসে হয় সে খুন!
কে বলে সে পাগলা ভোলা
সবই বোঝে ষোল আনা
সময় মতই চিনে চুন আর নুন!
গড়গড়িয়ে হুক্কা টানে
আকাশ ভরা তারা গোনে
মওকা বুঝে কাস্তে ঝানে
হাতুরী হানে মেড ইন চীন!
বিল ভাদুরীর চালার ঘরে
নেংটি পড়ে থাকতো সারাদিন,
মুক্তি বাবুর মাথার পরে
ছাতা ধরে আসলো পাড়ে
ঝোলা খানা বলে আমায় দিন!
ন্যাতার পিছে ঘুরে ঘুরে
সই একখান যোগাড় করে
কমান্ডারের চাকরী ধরে নেয়,
তার পরেতে দ্যাখেন ভালো
কি যে মজা লেগে গ্যালো!
এখন সবাই তারেই সেলুট দেয়!
এখন তিনি নিজেই বাবু
তাহার কাছে সবাই কাবু!
পিন্ পিনিয়ে উল্টো মোচড় দেয়!
বড় বাবুর কাছেই থাকে
ঘন ঘন মামা ডাকে,
সময় বুঝে মাল বাগিয়ে নেয়!
ওরাই ভাল আছে ভবে
তাল পুকুরে তাল না খুঁজে
সোনা চাঁদির ডিম হাতিয়ে নেয়,
এখন সে খুব জোরের ঘোড়া;
মেঘের ডাকে হয় সে খোঁড়া!
ঝড়-সাপটে নেংটি খুলে লংকায় পালায়!