আছে এক পাগলা ভোলা
মুখোশ পরে চলে,
সেই নাকি সবার সেরা
বলে নানান ছলে!


সত্য ছেড়ে মিথ্যা কথা
গর্ব ভরে বলে,
হর-হামেশা নাম-ঠিকানা
হঠাৎ বদলে ফেলে!


আবেগ তাহার উছলে পড়ে
একটু আদর দিলে,
ক্ষুব্ধ হলে কারো উপর
জব্দ করে কৌশলে!


চিন্তা পুরে বসত তাহার
অস্থিরতায় ভোগে,
সহজ কথা জটিল করে
জানায় অহম যোগে!


স্বভাবটা বদলানো তার
এক মিনিটের খেলা,
ধরা খেলেই থুক্কু বলে
কাটিয়ে দিবে বেলা!