তিন নৌকায় দুই পাও;
নুমি পাগলি বগুর ছাও!
পাগল সেজে বসে থাকে,
চাক্কু মাইরা বানায় ঘাও!


দয়া-মায়ার বালাই নাই
টাকার হিসাব পাই পাই,
ভালো-মন্দ বোঝে নারে
কটোরা ভরা সুধা চাই!


ড্যাম কেয়ার ভাব তার
টোল ছাড়া হয় সে পার,
লোভীজনের খবর লইয়া,
ধনিক পেলে ভাঙ্গে ঘাড়!


উল্টা গোণে চার-তিন
নাচে শুধুই তাধিন ধিন,
বেছে বেছে পাগল ধরে
ঘাড়ে চাপায় মুড়িরটিন!


তালুবন্দি শাঁখের করাত
উভয় দিকে সমান ধার,
ধরলে বুকে উপায় নেই
এক টানে এপার-ওপার!