শক্তির আধার ভেবে হয় স্বৈরাচার!
নিরীহ মাছগুলো করছে সাবাড়!
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার-
হাঙ্গরের হবে বুঝি এবার বিচার!


রাক্ষস করে গ্রাস, সবার আহার;
সাগরে করে ত্রাস, শত শত বার!
রক্তের ঘ্রাণ যদি পায় একবার-
স্বয়ংক্রিয় ভাবে ক্ষুধা বাড়ে তার!


ছোট-বড় কাউকেই দেয় না ছাড়!
ক্ষমতা নেই কারো, করে প্রতিকার!
ঘেরজালে হলো বুঝি ঘেরা্ও এবার।
খোলামেলা পথ নেই আর পালাবার!