প্রতিশোধের আগুন জ্বলে না আর;
জ্বলে না চেতনার দীপ্ত শিখা,
ঈমানের তেজ কমে গেছে ঢের
পাপের প্রলেপে জমে গেছে মরীচিকা!


ক্ষত-বিক্ষত হৃদয়ের মাঝে শূন্যতা;
হাহাকার করে বিষাদের ছায়া,
ভাইয়ে ভাইয়ে আজ করে ঠাঁই ঠাঁই
কারো তরে নেই যেন কোন মায়া!


শেকড় বিহীন! বিশ্বাসে আসে অবিশ্বাস;
দুনিয়ার মোহ বাড়িয়েছে সংকট!
ভ্রান্তির স্বাদে বেড়ে গেছে অভিলাষ
বিমূর্ত শয়তানে আস্থাশীল, কি উদ্ভট!


গ্রাস করে ভয়! জীবন রবে না, হবেই লয়;
মোমিনের তরে কারাগার ভাবো মর্ত্যদ্বার,
বাতি নিভে গেলে নেমে আসে গাঢ় অন্ধকার!
বিচারের বাণী শোনালে রায়, কে করবে উদ্ধার!


শূন্যের মাঝে বিলীন হবার জেগেছে সাধ!
শূন্যের মাঝেও খোদার বিধান করছে রাজ।
ফানুসে চড়িয়া পালানো যাবে না স্বপ্নবাজ,
উদ্ধত শির নত হয়ে যাবে, ললাটে পড়বে ভাঁজ!