মুহুর্তে থেমে গেছে প্রাণের স্পন্দন!
থেমে গেছে কত কাজ, হৈ হুল্লোর-
কোন এক অদৃশ্য সত্ত্বার পরাক্রমে!
তবু এখনো বেহুঁশ! স্বপ্নে বিভোর!


কিছু কি বুঝে আসে মনন-মগজে?
কিছু কি দেখো, তবে কিসের ভয়?
দেখতে না পেলে নাকি বিশ্বাস নয়?
তবে কেন মানছো বেহুদা পরাজয়?


স্বেচ্ছায় বন্দী হলে আপন গৃহকোণে-
সৈন্য-সামন্ত, অস্ত্র নয় কি বেকার?
কার ভয়ে লুকিয়েছো সহ পরিবার?
বিজ্ঞানও অসহায়! পৃথিবী ছারখার!


ধনকুবেররা ছুটছে বাংকারের খোঁজে
সাথে নিয়ে পরিবার আত্মীয়-স্বজন!
কেমনে হতে পারবে আরো নিশ্চিত-
বাঁচবে মহাসুখে থাকবে মুক্ত জীবন!


প্রভাবশালীর প্রতাপ গেল কোথায়?
শহর-রাস্তা-ঘাট খাঁ খাঁ করে কেন?
মুখে কুলুপ আঁটা! কিছু কি লুকাও?
লকডাউন নানা দেশ, বর্জিত যেন!


হায়রে মানুষ! তবুও হয় না নিরস্ত!
হয়তো কেটে যাবে এ অবস্থাবিশেষ,
আবার হতেও পারে, এ যুগের খল
ফেরাউনের মত করে হবে নিঃশেষ!