জোট হোক, ভোট হোক
খুন যদি হয় পাবে শোক!
আহারে! তন্ত্র-মন্ত্র পাবে বড় চোট!
তবু বাতাসে উড়ুক লুট করা নোট!


আজো মেলেনি সেই অঙ্ক!
নীতির ভীতিতে জলাতঙ্ক!
নিজেদের মত করে চায় সবে জয়!
নষ্ট রাজনীতি ছড়ায় ভ্রান্তি বিশ্বময়!


ক্ষমতার মোহে ওরা
অরণ্যের মাঝে পথহারা;
জিঘাংসায় উন্মাদ হয়ে করে বরবাদ!
প্রলয়ের দিন গুনে তবু নেই অবসাদ!


চারিদিকে শুধু মরচিকা!
বিস্মিত দেখে প্রহেলিকা!
জালিমের জুলুমে জ্বলছে অগ্নির শিখা!
খুনরাঙা তুলি দিয়ে আঁকে পথরেখা!