ভগ্ন সভ্যতার নগ্ন চেহারা দেখে
রুগ্ন জনতা বলে আহা! বেশ, বেশ!
প্রতারক শাষকেরা শক্তি প্রয়োগ যোগে
ছলে বলে কৌশলে চালাইছে দেশ!


আসক্ত জনগণ, ভক্তি করে ধন, বিশ্বময়!
নারী বাড়ি গাড়ি পায় হাত বাড়ালেই!
ভীষণ দানব দেহী, শোষকের পদলেহী
আনন্দে মাতোয়ারা তারা সোনা চাঁদিতেই!


অণু-পরমাণু দিয়ে মানবতা করে বধ
তারপরও মানবতার গায় জয়গান!
ভাষণে শোষণ বাড়ে, তবুও মগ্ন তাতে
মিথ্যা অপবাদে, শত্রু দমনে, চলে অভিযান!


সুদে ঘুষে সয়লাব, দিনে দিনে বাড়ে পাপ!
অবৈধ যৌনতায়, সমাজের মৌনতায়, বিস্ময়!
মদিরার রসে বশ! দেখেও দেখে না বস্
কে কারে লালন করে, কারে দেয় প্রশ্রয়!


দূর্নীতি-প্রীতি বাড়ে, জৌলুস ঘরে ঘরে
কে কারে মান্য করে, সবাই তো মহিয়ান!
শোকের পাথারে কাঁদে, অসহায় জনগণে
মূলায় প্রলুব্ধ হয়ে পঙ্গপালে দেয় বলিদান!