শেষ হয়ে গেল বুঝি মেরুকরণের পালা!
এবারকি ভাসবে গাঙে বাস্তুহারার ভেলা?
আর দেরী নেই, শুরু হবে চূড়ান্ত খেলা!


ফিরে যাও ঘটি-বাটি নিয়ে ওহে জনতা
যেখানে রাখা আছে সবার নাড়ি পোঁতা!
যে গ্রাম রেখেছে ঘিরিয়া মায়াবী মমতা।


আবারো আসে যদি ফিরে খুনরাঙা ঢেউ
হানে যদি মৃত্যুবাণ কলিজায় কোন ফেউ!
তৈরী থেকো যেন ফিরতে না পারে সেও।


আশার ভাষাগুলো যদি পানসে হয়ে যায়!
খাল-বিল-দরিয়ায় যদি শকুন লাশ খায়!
থেমে গেলে হৃদয়গ্রাহী দখিনা হিমেল বায়!


তবুও থেমো না, করিও না পথচলা শেষ,
পেয়েও যেতে পারো বিজয়ের ঘ্রাণ অশেষ!
মিটে যাবে অবশেষে দানবের সব খায়েশ।