আমি বড় দুখী, নিভৃতচারী
আমাকে আমার মত চলতে দাও,
দুধের নহরে তুমি কর সন্তরণ
আনন্দ ধামে তুমি কত সুখ পাও!


তোমার আকাশ জুড়ে রঙধনু খেলা করে
আমার আকাশে ডাকে মেঘ,
তোমার ইচ্ছেগুলো দখিনা বাতাসে দোলে
আমার কলমে নেই বেগ!


তোমার ভাষা নন্দিত ফোয়ারার মত
তাই তো বেজুতীরে মারিছ চাবুক,
অবহেলা-অনাদরে নিয়তির কশাঘাতে
আড়ালে পালিয়ে খুঁজি সুখ!


যেখানে বিতর্ক দেখি, দেখি অনিয়ম
চুপিসারে সরে পড়ি করে পলায়ন,
আমাকে ব্যঙ্গ করে, করে অপমান
জানি না কতটা তব হ’লো অর্জন!


বেলা শেষে ভেসে যাবে সবারই অহম
চার পায়ে ভর করে যাবে ভিন গাঁও,
তাইতো মিনতি করি, দিও না আঘাত!
ভুল করে হেরে কেন আমাকে কাঁদাও!