একটু উষ্ণ ওমে তৃপ্তির ঢেকুর তোলো;
এখনও ভাবো বুঝি নিজেকেও ষোল!
নিদানের কাল যবে আসবে শিয়রে
এমন কে আছে তুলে রাখবে ঘরে?


চ্যাং-চুং, ট্রাম-ট্রুম পারবে না কেউ
তলিয়ে দিবে এসে সুনামীর ঢেউ,
ভাবছো রূপকথা! কারো নেই মাথা ব্যথা!
মমি হয়ে থাকতে পার, ঘুচবে না প্রথা।


কে কোথায় ছিলে আগে, কোন ফুল কার বাগে,
এখনও সকাল হয়, নিত্য সূর্য জাগে,
নোবেলের মিষ্টি ঘ্রাণে, পুলক জেগেছে প্রাণে
চিরদিন ক্ষমতায় রবে তুমি কার অনুদানে?


লৌহ মানব কত, উবে গেছে ছিল যত
ইতিহাস রচয়িতা লিখে যায় অবিরত,
নমরুদ, ফেরাউন, লেনিন, মাওসেতুঙ
হিটলার মুসোলিনী হয়েছেন গত!


ইয়াজিদ, ভুট্টো, সাদ্দাম, পেয়েছে মরণ জ্বালা
ফেঁসে গেছো সু চি তুমি, সামনে তোমার পালা!
রোহিঙ্গা মরছে কেঁদে, সবাই মরবে সময়ের ভেদে,
তোমার এ অধ্যায়টুকু হয়ে রবে কালা!